মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
সুনামগঞ্জের দিরাইয়ে শুক্রবার বাদ জুমআ উপজেলা গণমিলনায়ত হলে এম. কে ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মোঃ মোস্তাহার মিয়া মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া।
মাওলানা আব্দুল্লাহ রাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়র হোসেন, জগদল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পংকজ কান্তি রায়, মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা রুমি, দিরাই উপজেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ মিয়া, তাড়ল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী নূরুল আজিজ, মাওলানা ইলিয়াছ আহমদ, যিশু চৌধুরী, মুহিত তালুকদার, তায়েফ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণিতে মেধা যাচাই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
সূত্র মতে, পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রী পর্ণা দে, দ্বিতীয় স্থান অধিকারী শ্যামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্ণ দে ও তৃতীয় স্থান অধিকারী দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃষ্টি রায়। বিশেষ পুরষ্কার প্রাপ্তরা হলো অমিত তালুকদার, আদর্শ শিক্ষা নিকেতনের রুকশার আহমদ, আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির জয়দেব রায় জয়, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হৃদি রায়, শ্যামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক রায়।
অষ্টম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের রিজওয়ান আহমদ (সিয়াম), দ্বিতীয় স্থান অধিকারী দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্পিতা রায় চৌধুরী, তৃতীয় স্থান অধিকারী দিরাই উচ্চ বিদালয়ের বাধন তালুকদার। বিশেষ পুরষ্কার প্রাপ্তরা হলো সৌরভ দাসগুপ্ত, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মায়সা মজুমদার সাবা, মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের আয়েশা আক্তার চৌধুরী, ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয়ের তোফাজ্জল হোসেন, দিরাই উচ্চ বিদালয়ের সূর্য বর্মণ।
দশম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল তাসনীম মীম, দ্বিতীয় স্থান অধিকারী সুস্মিতা চক্রবর্তী, তৃতীয় স্থান অধিকারী সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সুজন মিয়া। বিশেষ পুরষ্কার প্রাপ্তরা হলো অধিকারী দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহমিদা তালুকদার ইছমা, সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মোঃ সৌরভ মিয়া, দিরাই উচ্চ বিদালয়ের সূচক দেব স্বচ্ছ ও নাইমুর রহমান, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনসুরা দাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামি দিনে জাতি গঠনের সহায়ক শক্তি; তাই তাদেরকে মনযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানান। প্রতিযোগিতায় অংশগ্রহণকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, আজকে যারা বিজয়ী হয়েছো, তারা আরো বেশি মনোবল নিয়ে লেখাপড়ায় এগিয়ে যাবে এবং যারা বিজয়ী হতে পারোনি; মন:ক্ষুন্ন না হয়ে আগামিতে সফল হওয়ার লক্ষ্যে লেখাপড়া চালিয়ে যাবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত শিক্ষার্থীদেরকে নিজের পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে না রেখে সেবাযতœ করার শপথ করান।
এর আগে সকাল ১০টায় দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এম. কে ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।