মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলা পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতায় ‘গ’ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ আব্দুল মজিদ কলেজের দ্বাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী ফারহানা আক্তার রাজু। সে উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। তার এমন সাফল্যে দেখে অবিভূত হয়েছেন উপজেলাবাসী।
বিষয়টি নিশ্চিত করে আব্দুল মজিদ কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মোঃ জাফর আলী বলেন, ফারহানার এমন সাফল্যে আমরা গর্বিত। তার সাফল্য আমাদের কলেজের অনেক সুনাম বয়ে এনেছে। আমরা আশা করি ভবিষ্যতেও তার এমন সাফল্য অব্যাহত থাকবে।
আনন্দিত হয়ে প্রথম স্থান অধিকারকারী ফারহানা জানায়, খুব ভালো লাগছে কলেজের সম্মান রক্ষা করতে পারায়। আমি আগামী ৭ নভেম্বর বিভাগীয় পর্যায়ে কলেজের পক্ষে লড়বো। এতে আমি জেলাবাসীর কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, শুক্রবার ২ নভেম্বর প্রতিযোগিতা শেষে ১ম স্থান অধিকারকারী ফারহানা আক্তার রাজুর হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃআব্দুল আহাদসহ অতিথিবৃন্দ।