মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জে বেপরোয়া গতির ট্রলি চাপায় সুমন নামের ১২ বছরের এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার বেড়িগাঁও এলাকায় মাল বোঝাই ট্রলি চাপায় ওই কিশোর নিহত হয়। নিহত সুমন সুরমা ইউনিয়নের পার্বতীপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে বেড়িগাঁও গ্রামের সড়ক পারাপারের সময় মাল বোঝাই ট্রলি চাপা দেয় সুমনকে।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে আশস্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো.শহিদুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।