সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : দিরাইয়ের বিশিষ্ট ব্যবসায়ি ও থানারোডস্থ আনোয়ার বেকারির স্বত্ত্বাধিকারী হাজী আব্দুল তোয়াহিদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিরাই পৌরসভার চণ্ডিপুর জামে মসজিদের সামনে নামাযে জানাযা শেষে তাকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন জামেয়া ইসলামিয়া আরাবিয়া হুসাইনিয়া দারুল উলূম দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান। নামাযে জানাযার আগে বক্তব্য রাখেন সুনামগঞ্জ হরমুজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইন ও মাওলানা আজিজুর রহমান প্রমুখ। এ সময় গ্রামের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, সোমবার সন্ধ্যা ৬টায় দিরাই পৌরসভার দাউদপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে হাজী আব্দুল তোয়াহিদ ইন্তেকাল করেন।