মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় ও উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দু’টির পিইসি পরীক্ষা কেন্দ্রে গত সোমবার দুপুর সকাল থেকে বিকেল পর্যন্ত তদন্ত চালিয়ে এখানকার চারটি আনন্দ স্কুলের ২০ জন ভুয়া পরীক্ষার্থীর প্রবেশপত্র জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান।
এ তদন্ত অব্যাহত থাকবে এমন খবর পেয়ে মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষায় এখানকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আনন্দ স্কুলের ৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার বলেন, পিইসি পরীক্ষায় মঙ্গলবার অনুপস্থিত থাকা ৯৮ পরীক্ষার্থীর সবাই এখানকার বিভিন্ন আনন্দ স্কুলের শিক্ষার্থী।