মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
মারা গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ। তার পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। খবর সিএনএনের।
সিনিয়র জর্জ বুশ আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৩সাল পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট থাকাকালীন তিনি রাশিয়ার সঙ্গে ঠাণ্ডা যুদ্ধাবসানে অন্যতম অবদান রাখেন।
চলতি বছরের এপ্রিল মাসে শারীরিক অসুস্থতার কারণে সাবেক এই প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
সাবেক এই প্রেসিডেন্টের মৃত্যুতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে শোক বার্তা প্রকাশ করা হয়েছে।