সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স: ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে আশকোণাস্থ হাজি ক্যাম্পে পরিচালক হজ ড. আবু সালেহ মোস্তফা কামালের কক্ষে অপেক্ষমান বিক্ষুব্ধ শতাধিক হজযাত্রী গতকাল প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন। বিক্ষুব্ধ হজযাত্রীরা হজ ভিসা ও বিমানের টিকিট না পাওয়ায় চরম হতাশায় ভুগছিলেন। ধর্ম সচিব রোববার দুপুরে হাজি ক্যাম্পের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের কক্ষে আলোচনা করতে গেলে কোটাবঞ্চিতরা তাদের দু’জনকেই অবরুদ্ধ করে রাখেন। এ সময় কক্ষের বাইরে অবস্থানরতদের হজে যাওয়ার ব্যবস্থা করে দেয়ার দাবি জানাতে দেখা গেছে। হাজি ক্যাম্পে অপেক্ষমান এসব বিক্ষুব্ধ হজযাত্রী গত ৪/৫ দিন যাবত ক্যাম্পের ফ্লোরে চিড়া-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন। নতুন কোটাপ্রাপ্ত ৫ হাজার হজযাত্রীর মধ্যে গতকাল রোববার পর্যন্ত বিমান ও সাউদিয়া এয়ালাইন্সের বিভিন্ন ফ্লাইট যোগে ৪ হাজার ১শ’ হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো তিনটি ফ্লাইড রেডি রাখা হয়েছে। এ তিনটি ফ্লাইট যোগে আরো ৯শ’ অপেক্ষমান হজযাত্রী আজ সোমবার জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। হাব মহাসচিব বলেন, ভিসাপ্রাপ্ত একজন হজযাত্রীকে দেশে রেখে আমরা (হাব নেতারা) হজে যাব না। তিনি বলেন, সকল হজযাত্রীকে সউদী আরবে পাঠিয়ে আজ বিকেল ৫টায় সাউদিয়া এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট যোগে ধর্ম সচিব, হাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল, হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। শেষ দফায় ৫ হাজার হজযাত্রীর মধ্যে প্রায় ৪শ’ জনের হজে যাওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল রোববারের মধ্যে তাদের সউদী আরবে নেয়ার কথা থাকলেও এখন পযন্ত ভিসা পাননি। হজে যেতে ইচ্ছুক এসব হজযাত্রী চরম অনিশ্চিতার মধ্যে দিন কাটাচ্ছেন। এসব হজযাত্রীর হজে যাওয়া নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীরও হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিসা লজমেন্ট ও মোফা শেষ করে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে সউদী দূতাবাসে এ প্রক্রিয়াটি দেখাশোনা করছিলেন হাবের একজন নেতা। কিন্তু তিনি শনিবার বিকেলে ওই ৪শ’ ভিসা না লাগিয়ে তা ফেরত নিয়ে আসেন এবং ওই দিন হজ অফিসের আইটি বিভাগে গিয়ে ওই ৪শ’ হজযাত্রীর জায়গায় নতুন করে নাম অন্তর্ভুক্ত করছিলেন। বিষয়টি টের পেলে ওই সময় হজযাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দু’জনকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেয়া হয়। হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কবির খান জামান বলেন, গতকাল ২২৬ জন হজযাত্রীর হজ ভিসার জন্য তাদের পাসপোর্ট দূতাবাসে পাঠানো হয়েছে। রাতেই এসব হজযাত্রীদের ভিসা হাতে পাওয়া যাবে। নানা ত্রুটির কারণে ৭০/৮০ জন হজযাত্রীর ভিসা লাগেনি বলে তিনি জানান। তিনি বলেন, ভিসাপ্রাপ্ত সকল হজযাত্রীদের হজে পাঠাতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। হাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হেলাল ও সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার বলেন, হাজি ক্যাম্পে অপেক্ষমান সকল হজযাত্রীরা আজকের মধ্যে সউদী আরবে চলে যাবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নিদের্শনায় নতুন কোটাপ্রাপ্ত ৫ হাজার হজযাত্রীকে হজে পাঠাতে সরকার কর্তৃক গঠিত ১০ সদস্যবিশিষ্ট কমিটি রাত-দিন কঠোর পরিশ্রম করছেন।