সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের উন্নয়নের রূপকার, স্বজ্জন রাজনীতিবিদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, তার স্ত্রী জুলেখা মান্নান, ছেলে সাহাদাৎ মান্নান অভি বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার দুপুরে বঙ্গভবনে পৌঁছেন এবং রাষ্ট্রপতিকে ফুল দিয়ে পরিবারের সদস্যদের সাথে নিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের কাছ থেকে সুনামগঞ্জবাসীর খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতিসহ বঙ্গভবনের সচিব এবং পদস্থ কর্মকর্তারা।