মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
স্টাফ় রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশে বালুচর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোঃ ফয়সল আহমেদ (৫)। সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুয়েত প্রবাসী মোঃ শফিক মিয়ার ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় লোকজন বালুচর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানায়, নিহত শিশুটি গত ৪ জানুয়ারী শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হলেও আজ শিশুটিকে বালুচরে লাশ হয়ে পড়ে থাকতে দেখেন শিশুটি নিকটতম আত্মীয় মোঃ শাহিন মিয়া।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।