শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : মাসিক পয়গামে মুহাম্মদীবাংলা ভাষায় প্রকাশিত প্রথম বারের মতো সীরাত বিষয়ক একমাত্র মাসিক পত্রিকাসীরাত বলতে আমরা নবী করিম (সা.)-এর জীবনাদর্শকে বুঝি। নবী করিম (সা.)-এর গোটা জীবনই আমাদের জন্য অনপুম আদর্শ। এর রূপরেখা কিংবা কোনো নমুনা আমাদের সামনে থাকলে আমল করা সহজ হয়। এই সহজীকরণের লক্ষে পর্যায়ক্রমে সীরাতে রাসূলের (সা.)-এর পবিত্র জীবনের প্রতিটি দিকের গবেষণালদ্ধ, প্রামাণ্য ও তথ্যসমৃদ্ধ আলোচনা নিয়ে প্রতিমাসে বের হচ্ছে নবীপ্রেমিক বাংলা ভাষাভাষী পাঠক-পাঠিকাদের জন্য সীরাত বিষয়ক একমাত্র পত্রিকাÑ‘মাসিক পয়গামে মুহাম্মদী’। মাসিক পয়গামে মুহাম্মদীর সার্বিক তত্ত্বাবধানে আছেন বিশিষ্ট লেখক, সীরাত গবেষক, মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান। আমরা চেষ্টা করছিÑঝকঝকে ছাপা, উন্নত বাঁধাই, মনোরম কভার, নিপুণ কারুকার্য, শৈল্পিক অঙ্গসজ্জা ও বিষয়-বৈচিত্র্যে নবীপ্রেমিক পাঠক-পাঠিকাদের ভিন্ন কিছু দেয়ার। পত্রিকাটি নিয়মিত পাঠে আপনিও হয়ে উঠবেন নবীপ্রেমিক একজন খাঁটি উম্মত।৪৮ পৃষ্ঠার এ পত্রিকাটি ২০ টাকা মূল্যে দেশের যেকোনো পত্রিকা কিংবা বুকস্টলে পাওয়া যাচ্ছে। চাইলে গ্রাহক হতে পারেন। এজেন্ট হয়েও আমাদের সহযোগিতা করতে পারেন। বিস্তারিত জানতে কল করুনÑ০১৭৩৬-২৫১৫৩৪, ০১৯১৬-০০৯১৫৯ নাম্বারে। রাসূল (সা.)-এর জীবনঘনিষ্ঠ যেকোনো নির্ভরযোগ্য লেখা কিংবা মতামত এবং পরামর্শ জানাতে নি¤েœাক্ত ইমেইলে যোগাযোগ করতে পারেনÑ ঢ়ধুমধসবসঁযধসসধফর@মসধরষ.পড়স। অথবা ডাকযোগে-মাসিক পয়গামে মুহাম্মদী, মদীনা ভবন ৩৮/২ বাংলাবাজার, ঢাকা ১১০০।