সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১

ফুলে ফুলে ভরে গেছে শিমুল বাগান

amarsurma.com

আমার সুরমা ডটকম:

ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা পাবেন সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশের মানিগাঁওয়ের শিমুলবাগে। যেখানে একসাথে তিন হাজার গাছ ফুলে ফুলে ভরে ওঠেছে। এখানে আসলে পর্যটকদের ফাগুনের আগুন ঝরানো হিল্লোল দোঁলা দিয়ে-গাওয়ার ইচ্ছা করবে (কবিগুরু রবীঠাকুর ও প্রেমের কবি নজরুলের) ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে’ এবং ‘এলো বনান্তে পাগল বসন্ত, বনে বনে মনে মনে রং সে ছড়ায়রে।’
তাহিরপুর সীমান্তের পাহাড়ী রূপবতী নদী যাদুকাটা আর মেঘালয়ের উঁচু পাহাড়ের ঠিক মধ্যখানে ধু-ধু বালুচরে অপরূপ সৌন্দর্যের এই শিমুল বাগান। ফাগুনের অরুণ আলোয় ফোটে উঠা শিমুল বাগানে টুকটুকে লাল ফুলগুলো দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শতশত পর্যটক। প্রকৃতি প্রেমীদের চোখের তৃষ্ণা মেটাতে দু’হাজার ৪০০ শতক জমিতে সমান ১৪ ফুট দুরত্বে ৩ হাজার শিমুল গাছ লাগানো হয়েছে। বাগানের যেখানেই দাঁড়াবেন, মনে হবে আপনি বাগানের মধ্য ভাগেই আছেন। গত কয়েকদিন ধরে শিমুল বাগানে পর্যটকদের ভীড় বাড়ছে।
সোমবার বিকালে ঢাকার গুলশান থেকে আসা পর্যটক আরিফ হোসেন বলেন,‘কেবল শিমুল বাগান নয়, তাহিরপুর সীমান্তের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করেছে আমাদের। আমরা কয়েকজন বন্ধু এখানে এসেছিলাম। ভাল লেগেছে, তবে খাবার-দাবার বা বিশ্রাম নেবার কোন ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি ওখানে।’
বাগান মালিক জেলা পরিষদ সদস্য মোছাম্মৎ সেলিনা আবেদীন জানালেন, পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, বিশ্রামাগার করার চিন্তা করছেন।
পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশের কোন ব্যবস্থা নেই। নিরাপত্তা দিচ্ছে তাহিরপুর থানা পুলিশ।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন,‘ যাতায়াত ব্যবস্থার কিছু সমস্যা এবং যানবাহনের অপর্যাপ্ততা থাকলেও আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি পর্যটকদের নিরাপত্তা দিতে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com