শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
অবশেষে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীরা। শনিবার ১২টায় টেকনাফ পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম এর কাছে ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেছেন। এ সময় আত্মসমর্পণ করেছে ১০২ জন। তাদের মধ্যে ২৯জন ইয়াবা গডফাদার। আত্মসমর্পণের পর তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
অনুষ্ঠানে দুই ইয়াবা কারবারী যথাক্রমে ইউপি সদস্য সিরাজ এনামুল হক বক্তব্য রাখেন। তারা বলেন, ইয়াবা ব্যবসার কারনে তারা সমাজে ঘৃণিত হয়েছে। তারা এই ঘৃণ্য পথ থেকে ফিরতে চায়।