রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের মিনায় পদদলিত হয়ে তিন শতাধিক হাজির মৃত্যু ও চারশরও বেশি হাজি আহত হওয়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ও যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, “শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।” রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন বলেও জানান তিনি।
অপরদিকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শোক প্রকাশের কথা। শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এদিকে সৌদিআরবের মিনায় পদদলিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া ভয়াবহ দুর্ঘটনায় নিহত হাজীদের রুহের মাগফিরাত কামনা করেন ও আহতদের আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।