রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের মিনায় পদদলিত হওয়ার ঘটনায় অর্ধশতাধিক বাংলাদেশি হাজী আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের স্বজনদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সেখানে বাংলাদেশিদের খোঁজখবর নেওয়ার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা মিনা হাসপাতালে উপস্থিত আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তবে কেউ নিহত হয়েছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। গোলাম মসিহ জানিয়েছেন, ‘আমি জানতে পেরেছি যে, কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা মিনা হাসপাতালে ভর্তি আছেন। তবে আহত-নিহতদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। কারণ, হাসপাতালের ভেতরে চিকিৎসক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। তবে আমি আর কিছু সময়ের মধ্যেই হাসপাতালটিতে পৌঁছাব। তখন যদি তারা আমাকে ভেতরে ঢুকতে দেয়, তাহলে বিস্তারিত জানতে পারব।’ শেষ খবর পাওয়া পর্যন্ত মিনায় অন্তত ৪৫৩ জন হাজি পদদলিত হয়ে নিহত হয়েছেন। তবে এখনো তাঁদের নাম-পরিচয় নিশ্চিত না হওয়ায় এ তালিকায় বাংলাদেশি কেউ আছেন কি না, তা জানা যাচ্ছেনা। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুকে একটি পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মিনা হাসপাতালে নিহতদের মরদেহ নিয়ে আসা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ সম্পর্কে বিস্তারিত জানালেই তা বাংলাদেশে জানিয়ে দেওয়া হবে। এছাড়া মিনা হাসপাতালে উপস্থিত বাংলাদেশি কর্মকর্তাদের ফোন নম্বরও দিয়েছেন তিনি। নম্বর দুটি হলো : +৯৬৬৫৩৭৩৭৫৮৫৯ ও +৯৬৬৫০৯৩৬০০৮২।