রবিবার, ১৩ Jul ২০২৫, ০১:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুকুরে কাইয়ুম ও হাওরে আসাদের লাশ উদ্ধার আবনায়ে ক্বাদিম সাকিতপুর মাদরাসার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান ছিল নব্য ফেরাউনের বিরুদ্ধে গণবিস্ফোরণ: ইউকে জমিয়ত সমাজ ও রাষ্ট্রের দুষ্টচক্রকে নির্মূল করে দেশকে এগিয়ে নিতে হবে: বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের প্রার্থী বাছাই সম্পন্ন সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ দিরাই পৌরসভার বাজেট পেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মাদকের চালান আটক দিরাইয়ের সেনা বাহিনীর অভিযানে গ্রেফতার ৪, গুলিতে নিহত নিরীহ আবু সাইদ হেফাজতে ইসলাম মিডল‍্যান্ডস শাখা গঠন: সভাপতি মাওলানা এখলাছুর রহমান, সেক্রেটারী মাওলানা এনামুল হাসান সাবীর
সম্পদে সমঅধিকার নয়, বরং কুরআন নির্ধারিত অধিকার নিশ্চিত করা জরুরী: জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী

সম্পদে সমঅধিকার নয়, বরং কুরআন নির্ধারিত অধিকার নিশ্চিত করা জরুরী: জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী

আমার সুরমা ডটকম:

গত ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সম্পদে নারী-পুরুষের অধিকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া বক্তব্যে কারো কারো মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে উল্লেখ করে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, সম্পত্তিতে কে কত অংশ পাবে তা নিয়ে ইসলামে কোন অস্পষ্টতা নেই। পিতার মৃত্যুর পর তার সম্পদ কীভাবে বণ্টিত হবে সে বিষয়টি পবিত্র কুরআনে সূরা নিসা’র ১১ থেকে ১৪নং আয়াতে স্বয়ং মহান আল্লাহ সবিস্তার জানিয়ে দিয়েছেন। যে কেউ আয়াত দু’টির অনুবাদ পড়লেই স্পষ্ট বুঝতে পারবেন, কোন ব্যাখা-বিশ্লেষণের প্রয়োজন হবে না।

তিনি আরো বলেন, এতদসত্ত্বেও ইসলামের এই বিধানের কোন অংশ বুঝতে অসুবিধা হলে সরকারের উচিত হবে বিশেষজ্ঞ উলামায়ে কেরামের পরামর্শ চাওয়া। তাঁরাই সম্পদ বণ্টনে মুসলমানদের জন্য আল্লাহর নির্ধারিত বিধান কি, সেটা সুন্দরভাবে তুলে ধরবেন। পবিত্র কুরআনের এই স্পষ্ট বিধানে কোনরূপ পরিবর্তন-পরিবর্ধন বা সংশোধনের সুযোগ নেই। কারো অধিকারে হস্তক্ষেপ করা নয়, বরং সরকারের কর্তব্য হচ্ছে সম্পদে নারী-পুরুষের জন্য যে অধিকার কুরআনে নির্ধারিত আছে, সেটা যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, কেউ অন্যায়ভাবে বা ভুল বুঝিয়ে কাউকে বঞ্চিত করছে কিনা, সেটা তদারকি করা।
গতকাল (৩০ এপ্রিল) মঙ্গলবার পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় মুযাকারা মজলিসের বৈঠকে সভাপতির বক্তব্যের এক পর্যায়ে জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন।

এ প্রসঙ্গে আল্লামা কাসেমী আরো বলেন, ইসলাম নারীকে পুরুষের প্রতিদ্বন্দ্বীরূপে দেখে না, বরং পরিবার, সমাজ ও দেশ গড়ার জন্য নারী-পুরুষ পরস্পর পরিপূরক। নারী-পুরুষ, স্বামী-স্ত্রী, ভাই-বোন সবাইকে ইসলামী সমাজ নির্মাণে বিশাল দায়ভার কাঁধে তুলে নিতে হয়। সে দায়ভার পালনে প্রতিটি মুসলমান হলো মহান আল্লাহর খলিফা। তবে ইসলাম সে দায়ভারটি নারী-পুরুষের উপর সমানভাবে নয়, বরং সক্ষমতার ভিত্তিতে ন্যায্যভাবে বণ্টন করেছে।
তিনি বলেন, ইসলঅমে নারী-পুরুষ উভয়কে একই রণাঙ্গনে এবং একই বাংকারে হাজির করে না। উভয়ের লড়াইয়ের ক্ষেত্রের ন্যায্যতার দায়ভারও ভিন্ন। যে কারণে সবক্ষেত্রে নারী-পুরুষের প্রয়োজন বা চাহিদা সমান হয় না। এক্ষেত্রে সুবিচারটিই জরুরি, সমতা নয়।
তিনি বলেন, পারিবারিক ও সামাজিক শান্তি স্থাপনে বড় প্রয়োজনটি হলো মূলত: এই সুবিচার, এক্ষেত্রে অবিচার হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রজুড়ে জন্ম নেয় মহাঅশান্তি। অশান্তির সে আগুন থেকে পরিবারের কেউই রক্ষা পায় না। তাতে পরিবার ও সমাজ খান খান হয়ে ভেঙ্গে পড়ে এবং সর্বত্র অশান্তি নেমে আসে।
জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, পাশ্চাত্যের দেশসমূহে তালাকের পর পরিবারের সম্পদের সমান ভাবে ভাগাভাগীর বিধান চালু করেছে। যে কারণে অধিকাংশ পুরুষ আর বিয়ে করতেই রাজী হচ্ছে না। কারণ, তাদের ভয় বিয়ে ভাঙ্গলে তাদের দিন-রাতের কষ্টার্জিত সম্পদ, গৃহ, গাড়ি সবকিছুর অর্ধেক তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে দিতে হবে। পাশ্চাত্যে তো অর্ধেকের বেশি বিয়েই ভেঙ্গে যায়। ফল দাঁড়িয়েছে এই, নারী হারাচ্ছে কোন একজন পুরুষের সারা জীবনের জীবনসঙ্গী হওয়ার সুযোগ। যে কারণে তাকে কাটাতে হচ্ছে পুরুষের গার্ল ফ্রেন্ড বা কলগার্লরূপে। নারী পাচ্ছে না স্ত্রীর মর্যাদা। আর্থিক নিরাপত্তার অভাবে হাজার হাজার নারী শামিল হচ্ছে পতিতাবৃত্তিতে। ফলে নারী হচ্ছে স্রেফ ভোগ্য পণ্য ও আরো অসহায়।
জমিয়ত মহাসচিব বলেন, ইসলামে মায়ের সম্মান পিতার চেয়ে বেশি। বলা হয়েছে মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত। তবে সন্তান সব সময়ই অর্জনের বিষয়। এই অর্জন করতে হয় সময়, শ্রম, ভালবাসা ও আবেগ বিনিয়োগ করে। যে মা বেশির ভাগ সময় কাটায় ঘরের বাইরে এবং সন্তান পালনে যার হাতে কোন সময়ই থাকে না, তার পক্ষে কি সন্তানের সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় থাকে? ফলে সম-অধিকারের নামে পাশ্চাত্যসমাজ নারীকে শুধু তার স্বামী থেকেই দূরে সরিয়ে নেয়নি, দূরে সরিয়েছে তার সন্তান থেকেও। এতে নারী হয়েছে আপনজনহারা।
জমিয়ত মহাসচিব বলেন, নারী-পুরুষ উভয়ই মহান আল্লাহর সৃষ্টি। আর নিজ-সৃষ্টির প্রতি সুবিচার স্রষ্টার চেয়ে আর কে বেশি করতে পারেন? পবিত্র কুরআনে অত্যন্ত সুন্দরভাবে পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় হওয়ার মতো উপযোগী করে সম্পদের সুষম বণ্টন নীতি জারি করা হয়েছে। ইসলামের সম্পদ বণ্টনের এই নীতি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে নারী-পুরুষ উভয়ের জন্যই কল্যাণ ও মঙ্গল নিহিত। এতে সুন্দর ও সুদৃঢ় পরিবার গড়ে ওঠে এবং আত্মীয়তা ও ভাই-বোনের বন্ধন হয় মজবুত। সরকারের দায়িত্ব, সম্পদ বণ্টনের এই নীতি যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা অথবা কেউ ধোকা দিয়ে বা ভুল ব্যাখ্যা করে কাউকে প্রতারিত করছে কিনা- তাতে সুরক্ষা দেওয়া।
প্রশিক্ষক সম্পদক মুফতি আনোয়ার মাহমূদের পরিচালনায় বৈঠকে বিষয়ভিত্তিক আলোচনা করেন দলের সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী ও আল্লামা উবায়দুল্লাহ ফারুক। তাঁরা দলের নীতি ও আদর্শ বিষয়ে এবং মাঠ পর্যায়ে দলীয় কাজের রূপরেখা ও কৌশলের উপর বিস্তারিত আলোচনা করেন। সকাল ১০টায় বৈঠক শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
মুযাকারা মজলিসে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- দলের যুগ্মমহাসচিব মাওলানা তফাজ্জুল হক আজীজ, যুগ্মমহাসচিব ও প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদুল্লাহ জামী, যুগ্মমহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমূদী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতী আফজাল হোসাইন রহমানী, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসুফী, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়গরী, ঢাকা মহানগর সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা বশিরুল হাসান খাদিমানী, কেন্দ্রীয় সদস্য মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা এবাদুর রহমান কাসেমী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com