রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : যৌন সহিংসতামুলক অপরাধের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলেন এক সৌদি যুবরাজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস প্রদেশের পুলিশ জানিয়েছে, বুধবার প্রদেশটির বেভারলি হিল এস্টেট থেকে এক গৃহকর্মীকে জোরপূর্বক ‘ওরাল সেক্স’ বা মুখ দিয়ে যৌনতায় লিপ্ত হতে বাধ্য করার চেষ্টার অভিযোগে ওই সৌদি যুবরাজকে গ্রেপ্তার করা হয়। মাজিদ আব্দুল আজিজ আল সৌদি নামের ২৮ বছর বয়সী ওই যুবরাজকে গ্রেপ্তার করা হয় বুধবার। এর পরের দিন বৃহস্পতিবার সকালে তাকে ৩ লাখ ডলার বণ্ডের বিনিময়ে জামিনে ছেড়েও দেওয়া হয়েছে। পুলিশ এবং জেলখানার অনলাইন রেকর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।যৌন অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার সৌদি যুবরাজ লস অ্যাঞ্জেলস পুলিশ দপ্তরের বিশেষ কনসাল বিভাগ জানিয়েছে ওই যুবরাজ কুটনৈতিক দায়মুক্তির সুবিধাপ্রাপ্ত ছিলেন না। ফলে তাকে আদালতে বিচারের মুখোমুখি করা হবে। ওই যুবরাজকে আগামী ১৯ অক্টোবর আদালতে হাজির করা হবে বলা হবে বলে জানা গেছে। লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বুধবার প্রতিবেশীরা রক্তক্ষরণরত এক মহিলাকে সাহাজ্যের জন্য আর্তনাদ করতে করতে বেভারলি হিলস এস্টেটের দেয়াল টপকানোর চেষ্টা করতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে তার অভিযোগের ভিত্তিতে এস্টেটের একটি কক্ষ থেকে সৌদি যুবরাজকে গ্রেপ্তার করে। ৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার মূল্যের ওই বাড়িটি বিশ্বের সবচেয়ে অভিজাত স্থাপনাগুলোর একটি। প্রতিবেশীরা জানিয়েছে, গত কয়েকবছর ধরেই বিভিন্ন সময়ে বিদেশি নাগরিকরা ওই বাড়িটি সপ্তাহের পর সপ্তাহ ধরে ভাড়া নিয়ে সেখানে সময় কাটাতে আসছেন।