বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের গাগলী গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নিবন্ধন নং ০০১/১৯ (দ: সুনাম) এর উদ্যোগে সমিতির সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে।
শনিবারবিকাল ৩টায় গাগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সমিতির সদস্যদের সঞ্চয়ের টাকা থেকে ঋণ বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় সমিতির সভাপতি মো: জুয়েল আহমেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ন.ফ আহমেদ জুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: মাসুদ আহমেদ।
বিশেষঅতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মো: নুরুল হক, সমবায় অফিস সহকারী নুর হোসেন, সমিতির সহ সভাপতি সিপা বেগম, কোষাধ্যক্ষ জিয়ানুর, সদস্য মুহিবুর রহমান, আসাদুজ্জামান স্বপন, স্বর্ণা আক্তার নিপা প্রমুখ।