রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
স্টাফ রির্পোটার সুনামগঞ্জ:
বাংলাদেশ খেলাফত মজলিশ সুনামগঞ্জ জেলা শাখার ২০১৯-২০২০ সালের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি পূণর্গঠন করা হয়েছে।
বুধবার বিকাল ২টায় সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ খেলাফত মজলিশ কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল বারী হেলালের উপস্থিতিতে অধ্যক্ষ মাওলানা নুরউদ্দিন আহমেদকে সভাপতি, মাওলানা সৈয়দ শাহিদ আহমদকে সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা জয়নুল ইসলামকে সাংগঠনিক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুফতি আজিজুল হক, হাজী রনকুল ইসলাম, মাওলানা ওয়ারিস উদ্দিন, মাওলনা নুরুল আলম খান জাহাঙ্গীর, মাওলানা মুনসিফ আলী, মাওলানা আব্দুল জলিল, মাওলানা লুতফুর রহমান, মাওলানা সুলাইমান হেকিম, সহ-সাধারণ সম্পাদক ডা: মাওলানা আতাউর রহমান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা সিরাজুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুবকর শাহ, মাওলানা হাজী আবুল বাশার, বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রহমত আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ছমির উদ্দিন সালেহ, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা মুবাল্লির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা কবির আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আলী নেওয়াজ, অফিস সম্পাদক মাওলানা কবির আহমদ।
নির্বাহী সদস্য মাওলানা আবুল কালাম, সৈয়দ তহুর আহমদ, মাওলানা ফেদাউল হক, মাওলানা আমিরুল হক, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল কাদের।
জেলাশাখার কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্যরা হলেন মাওলানা মোসা মোল্লাহ, মাওলানা আব্দুল মুক্তাদির, মাওলানা মুহিবুর রহমান।