রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মাদ শরিফুল ইসলাম বলেছেন, ৫ম উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯-এর স্থগিত হওয়া নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে। উপজেলার ৬টি ইউনিয়নে ৪৬টি কেন্দ্র রয়েছে। মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ১২ বাজার ৭ শত ২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৬ হাজার ৪শত ২৬ জন এবং নারী ৫৬ হাজার ২শত ৬০ জন। প্রিজাইডিং অফিসার ৪৬ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ শত ৮৭ জন ও পোলিং অফিসার ৫শত ৭৪ জন।
উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন। মোট ২০ জন ৫ম উপজেলা পরিষদে নির্বাচন প্রতিদ্বন্ধীতা করবেন। তিনি আরও বলেন, নির্বাচনের আচারণবিধি মেনে চলতে হবে। আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিশেষ সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ রিটানিং কর্মকর্তা মোহাম্মাদ শরীফুল ইসলাম এ কথা বলেন। আইন শৃঙ্খলা বিশেষ সভায় সভাপতি করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা প্রিয়াংকা পাল। প্রধান অতিথি-সুনামগঞ্জ রিটানিং কর্মকর্তা মোহাম্মাদ শরীফুল ইসলাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলার সহকারী (ভূমি) কমিশনার আয়েশা আক্তার, জামালগঞ্জ থানার ওসি মোহাম্মাদ সাইফুল, উপজেলা নির্বাচন অফিসার মো. আরশেদ আলী, আলম, এনএসআই মো. হাসিবুল ইসলাম, বিজিবি সুবেদার মো. কামাল হোসেন, নিরাপত্তা পরিদর্শক ডিজিএফআই আবুল হোসাইন, আনসার ভিডিপি কর্মকর্তা ফয়ছল আহমদ চৌধুরী, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, প্রেসক্লাব সহ সভাপতি মো. শাহীন আলম, সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদিপ, সিনিয়র সাংবাদিক সাইফ উল্লাহ, উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মো. ফারুক মিয়া, সৌরভ রায় পার্থ, উপজেলা পরিষদের সিও কামরুল ইসলাম প্রমূখ।