শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ঢুকে স্থানীয় তোফাজ্জল হোসেন নামে এক বখাটে প্রতিষ্ঠানের শিক্ষকের উপর হামলা, নির্যাতন ও লাঞ্চিত করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবীতে টানা দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা মানববন্ধন অনুষ্ঠিত করেছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুই ইসলাম দানু, অভিভাবক আবুবক্কর, মোস্তাহার মিয়া, সেলিম আহমদ প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে বখাটে তোফাজ্জলকে গ্রেফতার করে কঠিন শাস্তির দাবী জানান। না হয় পরীক্ষা ও ক্লাশ বর্জনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য গত ৩০ জুন সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে নকলে বাধা দেয়ায় শ্রেণী কক্ষে ঢুকে বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে এক শিক্ষককে নির্যাতন করে তোফাজ্জল নামে এক বখাটে। এ সময় অন্য শিক্ষকরাও এগিয়ে আসলে তাদের উপরও অর্তিকিত হামলা চালায় সে।