রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মৎস্য কর্মকর্তার দপ্তরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিসে আয়োজিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি জামালগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
প্রধান অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সঞ্চালনায় উপজেলা মৎস্য দপ্তরের সহকারি অফিসার মো. কামরুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত।
বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, জামালগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান সিদ্দিকী।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিএনআরএস এর পিএম এহিয়া সাজ্জাদ, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সুজন-এর সভাপতি অঞ্জন পুরকায়স্থ, বিশিষ্ট ব্যবসায়ী পঙ্কজ পাল চৌধুরী সহ সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, ১৭ জুলাই ২৩ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহ উদ্যাপন করা হবে। এতে র্যালি, পোনা অবমুক্ত করণ, সরকারের অগ্রগতি নিয়ে আলোচনা, মোবাইল কোট পরিচালনা, মাছ চাষ বিষয়ক আলোচনা, উদ্ধুদ্ধ করণ সভা, মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।