রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : মিনায় শিশু আশ্রয়কেন্দ্রে এখনও স্বজনহারা ৩০টি শিশু রয়েছে। মিনায় হজের আনুষ্ঠানিকতায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপের সময় হুড়োহুড়ি ও পদপিষ্টের সময় সঙ্গে থাকা শিশুদের হারিয়েছেন অনেকে। স্বজনহার ওই শিশুদের রাখা হয়েছে মিনার এই শিশু আশ্রয়কেন্দ্রে। মিনায় হাজিদের সেবায় কাজ করছে একটি নারী স্কাউট দল। ওই দলের প্রধান আল-আনৌদ আল-হুতি জানান, ওই ‘শিশু-কেন্দ্র’ থেকে ২৪টি শিশুকে এরইমধ্যে মা-বাবার কাছে পৌঁছে দেয়া হয়েছে। দুর্ঘনার সময় মা-বাবা তাদেরকে হরিয়ে ফেলে। তিনি বলেন, পদপিষ্টের ওই ঘটনার পর শিশু কেন্দ্রে ৪০টির বেশি ফোন আসে। ওইসব ফোনে হারিয়ে যাওয়া শিশুদের খোঁজ করা হয়। মিনার ওই দুর্ঘটনায় বাবা মোহাম্মদ হাশিমকে হারিয়েছিল পাকিস্তানি শিশু আবদুল সালাম। পরে পাকিস্তানি হজ কর্মকর্তাদের মাধ্যমে তাকে বাবার কাছে ফিরিয়ে দেন স্বেচ্ছাসেবকরা। সৌদি কর্তৃপক্ষ বলছে, যেসব হাজি ও শিশু মিনার দুর্ঘটনার পর থেকে স্বজনদের খুঁজে পাচ্ছেনা, তাদের সহায়তা করছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। উল্লেখ্য, সৌদিআরবের মিনায় গত বৃহস্পতিবার পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা বেড়ে হয়েছে ৭৬৯ জন। এছাড়া ওই দুর্ঘটনায় আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৪ জন, যাদের বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন। হজের আনুষ্ঠানিকতার শেষ দিকে মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের সময় পদপিষ্ট হয়ে হতাহতের ওই ঘটনা ঘটে।