রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাইয়ে লাগামহীন বিদ্যুৎ বিভ্রাট ও ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে সেনমার্কেট ব্যবসায়ি সমিতির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুর ২টায় থানা পয়েন্টে সমিতির আহ্বায়ক হাজী মকুল চৌধুরীর সভাপতিত্বে ও সোয়েব আহমদের পরিচালনায় ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মার্কেটের ব্যবসায়ি শাহআলম, অসীম দাস লিটন, খালিদ চৌধুরী, রুবেল আহমদ তালুকদার, এনামুল হক তালুকদার, সোহেল আহমদ, উজ্জ্বল আহমদ, নুরু মিয়া, মনি শংকর, লালন মিয়া, জুসেফ মিয়া প্রমুখ। সূত্র মতে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে ঈদের দিন শুক্রবার রাত সাড়ে ১২টা পর্যন্ত লাগাতার ২৪ ঘন্টা বিদ্যুৎবিহীন থাকায় জনসাধারণ ক্ষুব্ধ হয়ে উপজেলা সদরে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিক্ষোভ মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানাপয়েন্টে এসে শেষ হয়। ঈদের পর দিন শনিবার সকাল ১১টায় দিরাই বাজার মহাজন সমিতির উদ্যোগে বিদ্যুৎ বিভ্রাট, বিদ্যুৎ অফিসের দুর্নীতি ও আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর অপসারণের দাবিতে সিরাজ-উদ-দৌলা মিয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সিরাজ-উদ-দৌলা মিয়ার দোকান ঘরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ধনির রঞ্জন রায়, ছাদ উদ্দিন, মাজু মিয়া, বশির উদ্দিন, মোস্তফা মিয়া, সাব্বির মিয়া, ফজলুল হক মিয়া প্রমুখ।