শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পূর্বপাগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ত্রান বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেসুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা শমসাদ বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইসার নূরে আলম সিদ্দিকী, পূর্বপাগলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, প্রকল্প সহকারী মিঠুন চক্রবর্তী, হরিপদ দাস প্রমুখ।