রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
প্রযুক্তি কৃষি সমৃদ্ধির সোপান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
র্যালীটি উপজেলা পরিষদ হল হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জামালগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর আয়োজনে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলা উদ্ধোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
উদ্ধোধনের পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর কবির, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষিবীদ মো. আজিজুল হক।
প্রধান অতিথি এমপি রতন বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ যেমন জীবন বাঁচায় তেমনী অর্থনীতি সমৃদ্ধি বৃদ্ধি করে। ফলজ, বনজ, ঔষধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেছেন, প্রত্যেককে ৩টি করে গাছ লাগান, আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, জীবন বাঁচাই।