বুধবার, ০৯ Jul ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
ধমপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে ডোবার পানিতে ডুবে মঙ্গলবার দুপুরে ইভা আক্তার নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক মিল্টন মিয়ার কন্যা।
এলাকাবাসী জানান, ইভা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনের উঠানে একাকী খেলাধুলা করছিল। খেলতে খেলতে সে এক পর্যায়ে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরে বেলা ২টার দিকে ভাসমান অবস্থায় ওই শিশুটির লাশ ডোবা থেকে উদ্ধার করে এলাকাবাসী। সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী এই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।