শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : জমিয়ত নেতা প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ বলেছেন, দিরাই-শাল্লার উন্নয়নে নেতৃত্বের পরিবর্তন চায় সর্বস্তরের জনতা, আগামী দিনে অবৈধ সরকারের পতন ঘটাতে হলে তৃণমূলে সকল নেতাকর্মীকে নিরলসভাবে কাজ করতে হবে। বর্তমানে দেশের রাজনীতিতে জমিয়ত একক প্লাটফ্রম হিসাবে আত্মপ্রকাশ করেছে, এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে জমিয়তের কর্মীদের উন্নয়ন বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে, হাওর বেষ্টিত জনপথ রফিনগর ইউনিয়ন রাস্তা, বিদ্যুৎ না থাকায় এলাকার মানুষের দুর্ভোগ মনের মধ্যে দাগ কাটে। তিনি আরো বলেন, পাথারিয়া থেকে ভরাট রাস্তা ও বিদ্যুৎ সময়ের দাবি, সে হিসেবে আগামী দিনে আপনাদের পাশে থেকে সকল উন্নয়নে কাজ করতে চাই। গত ২৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টা বাংলাবাজারে অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাই উপজেলা রফিনগর ইউনিয়ন ছাত্র জমিয়ত আয়োজিত সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, মাওলানা তোফায়েল গাজালী, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মুখতার হোসেন, মাওলানা আরিফ আহমদ, হাফিজ ত্বাহা হোসাইন, মাওলানা আবিদুর রহমান প্রমুখ।