সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ইয়িসমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার মাইনুল ইসলাম প্রমূখ।