রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
গ্রাম্য আদিপত্যকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের নতুন ও পুরাতন হাটির মধ্যবর্তী খেলার মাঠে সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় ১৯ জন, এরমধ্যে গুরুতর আহত উস্তার আলীর ছেলে মুছা মিয়া (৩০) ঢাকার চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মারা যায়। এ নিয়ে উভয়পক্ষের মৃতের সংখ্যা দাড়ালো ২ জন।
জানা যায়, হরিপুর গ্রামের খেলার মাঠের দক্ষিণ-পশ্চিমের পতিত গো-চারণ রকম ভূমি নিয়ে গ্রামের দুই প্রভাবশালী আব্দুর রহমান ফকির ও হাজী তালেব আলীর গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রামে একাধিকবার সংঘর্ষও হয়েছে। এলাকাবাসি, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকবার বিচার-সালিশের মাধ্যমে সমাধান করে দিলেও বিভিন্ন ইস্যুতে আবারও ঝগড়া শুরু হয়। হরিপুর গ্রামবাসির এহেন কর্মকা-ে এলাকাবাসি বিচার-সালিশ করতে করতে বিরক্ত হয়ে গেছেন। সাম্প্রতিককালে সেখানে গাছ লাগানো ও বাড়ি বানানোকে কেন্দ্র করে আবারও গ্রামে হিংসার আগুন ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিতভাবে রোববার রাত থেকেই সংঘর্ষের প্রস্তুতি চলছিল। ফলে সোমবার দুপুরেই তা বড় ধরণের সংঘর্ষে রূপ নেয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান হাওয়াদার জানান, হরিপুর গ্রামের ঘটনায় নিহতের পক্ষের লোকজন একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০১, তারিখ-০৪/০৯/২০১৯ ইং। তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই পুলিশের টহল বাড়ানো হয়েছে, বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।