মঙ্গলবার, ১৫ Jul ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
ট্রাভেল ব্যাগে ভারতীয় গাঁজার চালানসহ জিয়াউল হক নামে এক যাত্রীবেশী মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার আলামতসহ তাকে মধ্যনগর থানায় সোপদ করা হয়ছে।
সে জেলার ধর্মপাশার মধ্যনগর থানার উওর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁকাতলা কান্দাপাড়া গ্রামের দেওয়ান আলীর ছেলে।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেল জানায়, ব্যাটালিয়নের মধ্যনগর থানার মাটিরাবন বিওপির বিজিবি টহল দল শনিবার রাতে সীমান্তের কড়াইবাড়ি এলাকায় যাত্রীবেশী জিয়াইলকে আটক করেন।
এরপর তার হেফাজতে থাকা ট্র্যাভের ব্যাগ তল্লাশী করে পৃথক পুটলিবাঁধা দুই কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।