সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন দিরাইয়ে পৃথক স্থানে বজ্রপাতে হতাহত ৪ নিজ এলাকার মানুষের পাশে রয়েছেন এমপি প্রার্থী রশিদ মিয়া সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণজোয়ার সৃষ্টি করে মজলুম গাজাবাসীদের পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব দিরাইয়ের সাবেক এমপির স্ত্রী-মেয়েকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ভারতের ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে লিগ্যাল নোটিশ পাচার হওয়া মেধা ফিরিয়ে এনে উন্নত দেশ বিনির্মাণে ড. ইউনূসের যুগান্তকারী কৌশল দিরাইয়ে ফিলিস্তিনের পক্ষে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর পালিত দেশে দেশে ঈদ উদযাপিত

জামালগঞ্জের চানপুর হারুন মার্কেট নিয়ে অভিযোগ

amarsurma.com

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চানপুর বাজারের হারুন মার্কেট নিয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত উস্তার আলীর ছেলে মো. ফজলুল করিম এ অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগ থেকে জানাযায়, সদর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মো. আলাল উদ্দিন প্রকাশ আইন উদ্দিন (৩৮) ও একই গ্রামের মৃত জোনাব আলীর ছেলে ইউনুস আলী (৫০)।
বিবাদীদ্বয় উগ্র দাঙ্গাবাজ পরধনলোভী চাদাবাজ প্রকৃতির লোক বটে। নিম্ন তপশীল বর্ণিত ভূমি মো. আমান উল্লাহ, পিতা মৃত ছিদ্দিক আলী বিগত ১৯৯৩ ইং সালে ২১৫৯ নং দলিল মূলে খরিদ করিয়া মালিক দখলদার বিদ্ধমান থাকাবস্থায় মোছা: ফরিজা বেগম, স্বামী -আমান উল্লাহ, বিয়ের সময় ১৯৯৫ ইং সনে ৩৬০ নং দলিল মূলে দানপত্র দলিল করিয়া দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তী আমান উল্লাহ সঙ্গে ফরিজা বেগম এর বনিবনাত না হওয়ায় তালাক প্রদান করেন। পরে আমি ফরিজা বেগমকে বিবাহ করি। বর্তমানে উক্ত ভূমি আমার স্ত্রীর দলিল মূলে মালিক থাকায় আমি ঘটনার দিন সময় ও তারিখে তপশীল বর্ণিত ভূমিতে গেলে বিবাদীদ্বয় আমাকে একা পাইয়া হুমকি দেয়, ভূমির পাশে আসলে খুন জখম করিবে। বিষয়টি স্থানীয় শালিশ বৈঠকের মাধ্যমে নিস্পত্তি করার চেষ্টা করিয়া ব্যার্থ হইয়াছি।
বিবাদীদ্বয় এখন হুমকি অব্যাহত রাখিয়াছে। এখন যদি আমি আমার স্ত্রীর স্বত্ব ভূমিতে যাই তখন বিবাদীগণ দ্বারা বাধা প্রাপ্ত হইব তখন ঘটনার স্থলের ভূমিতে মারাত্নক দাঙ্গাহাঙ্গামা বা শান্তি শৃঙ্খলা বিঘ্নসহ খুন খারাপি হইতে পারে। তাই আমি ন্যায় বিচার প্রার্থনা করি।
উল্লেখ্য, ১নং বিবাদী জিআর-৩০৭ নং মোকদ্দমার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী বর্তমানে জামিনে মুক্ত আছে। আরও বিভিন্ন প্রকারের মামলা রুজু আছে। স্বাক্ষী একই গ্রামের মৃত উমর আলীর ছেলে মো. হারুন মিয়া, মৃত হাজী আঃ আজিজ এর ছেলে হাজী নুরুল ইসলাম, মৃত সুরুজ আলীর ছেলে মুখলেছুর রহমান। মহোদয় আমার অভিযোগের বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়। তপশীল বর্ণনা:- মৌজা – জামালগড়, জেএল নং ৮৮,খতিয়ান নং ৪৬৩, দাগ নং -৯৮, এরিয়া ১৭ শতক হইতে সাড়ে ৩ শতক আমন রকম ভূমি বর্তমান চানপুর বাজার ভিট রকম ভূমি।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল প্রতিবেদকে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com