মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হালিমা খাতুন ট্রাস্টের ১৫তম মেধাবৃত্তি পরীক্ষা-২০১৯-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল নিম্নরূপ:
বিদ্যালয়:
১. তাওহিদা আক্তার, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১ম, ২. বিক্রমাদিত্য ক্ষত্রিয় অমিত, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ২য়, ৩. সালেহা আক্তার মাহবুবা, জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ৩য়, ৪. আবু রায়হান, স্বরূপচন্দ্র সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪র্থ, ৫. তাসনিয়া মনোয়ারা চৌধুরী, সফাতউল্লাহ উচ্চ বিদ্যালয় ৫ম, ৬ . মারুফা বেগম, অরুনোদয় বালিকা উচ্চ বিদ্যালয় ৬ষ্ঠ, ৭. হামিদা বেগম, সফাতউল্লাহ উচ্চ বিদ্যালয় ৭ম, ৮. মাহবুবুর রহমান কামালী, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয় ৮ম, ৯. মোছা. রিয়া বেগম, নয়াবন্দর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়৷ ও কলেজ ৯ম, ১০. নাবিলা জান্নাত মিমি, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ১০ম, ১১. তানিয়া জিম্মাদার, শাহজালাল উচ্চ বিদ্যালয় ১১তম, ১২. মাহদিয়া৷ল বেগম, ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজ ১২তম, ১৩. সৈয়দা আসিয়া আক্তার মাহী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ১৩তম, ১৪. সানিয়া বেগম, ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় ১৪তম, ১৫ ফাহিম শিকদার, হলি চাইল্ড কিন্ডার গার্ডেন এণ্ড হাইস্কুল ১৫তম।
আলিয়া মাদরাসা:
১. সৈয়দা ওয়াজিহা ফেরদাউস লুবাবা, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা ১ম, ২. সালমা খানম, রসুলপুর চিলাউরা৷ দাখিল মাদরাসা ২য়, ৩. মোঃ আব্দুল মজিদ খালেদ হলিয়ারপাড়া জা. ক্বা. সুন্নীয়া ফাজিল মাদরাসা ৩য়, ৪. রাইয়ানা হুসাইনী, জয়দা আরবিয়া দাখিল মাদরাসা ৪র্থ, ৫. নাহিদা আক্তার মাসুমা, বালিকান্দি আটপাড়া দাখিল মাদরাসা ৫ম, ৬. মুস্তাক আহমদ, আল জান্নাত ইসলামিক এডুকেশন ৬ষ্ঠ, ৭. মোঃ ইকরাম হেসাইন, ইকড়ছই আলিম মাদরাসা ৭ম, ৮. নাঈম আহমদ, পাঠকুড়া হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা ৮ম, ৯. ফারমিন আক্তার তাসনিম, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা ৯ম, ১০. মোঃ রাশিদুল ইসলাম, রসুলগঞ্জ জামেয়া কোরানিয়া আলিম মাদরাসা ১০ম, ১১. আলিমা বেগম সুমি, পূর্ববুধরাইল দাখিল মাদরাসা ১১তম, ১২. রবিন মিয়া, শাহজালাল জামিয়া দ্বিনীয়া দাখিল মাদরাসা ১২তম, ১৩. সুমাইয়া জাহান, পীরেরগাঁও সুন্নীয়া দাখিল মাদরাসা ১৩তম, ১৪. রোকশানা বেগম, কুবাজপুর শাহজালাল সু. দাখিল মাদরাসা ১৪তম, ১৫. মোঃ হোসাইন আহমদ, কামড়াখাই জয়নগর দাখিল মাদরাসা ১৫তম।
কওমী মাদরাসা:
১. আব্দুল্লাহ বিন রশীদ, শাহারপাড়া শাহকামাল রহ. ইস. মাদরাসা ১ম, ২. মোঃ মোজাম্মিল আহমদ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম অলৈতলি ও কাতিয়া ২য়, ৩. মোঃ জাহিদুল ইসলাম, দাওরাই মুজাহিরুল উলুম মাদরাসা ৩য়, ৪. মোঃ তাফাজ্জু্ল হক, দাওরাই মুজাহিরুল উলুম মাদরাসা ৪র্থ, ৫. জুনাইদ আহমদ তামিম, ইসহাকপুর-লুদরপুর-এনায়েতনগর মাদরাসা ৫ম, ৬. হোসাইন আহমদ, মদীনাতুল উলুৃম হবিবপুর হাফিজিয়া মাদরাসা ৬ষ্ঠ, ৭. হাসান আহমদ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম অলৈতলি ও কাতিয়া ৭ম।