শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিতে রাস্তায় অপেক্ষমানদের মাঝ থেকে একটি বিদেশি পিস্তলসহ খিলক্ষেত থানা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। শনিবার দুপুর দেড়টার দিকে একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা রফিকুল ইসলামকে আটক করে খিলক্ষেত থানা পুলিশে হস্তান্তর করেন। ওই সময় রফিক বুলেট ভর্তি পিস্তলটি নিয়ে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়ানো নেতাকর্মীদের মাঝে ছিলেন। তবে রাত ১০টা পর্যন্ত তাকে থানায় আটক রাখা হলেও মামলা দায়ের করা হয়নি। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, রফিকুল ইসলামকে বিদেশি একটি পিস্তলসহ একটি গোয়েন্দা সংস্থা আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের পর অস্ত্রের লাইসেন্সের কাগজপত্র পাওয়া যায়নি।