শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সিলেটে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমান শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল সভাপতি মুহিউদ্দিন, সেক্রেটারি মুখতার : দিরাই উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন বিজ্ঞান ও টেকনোলজিতে মুসলমানদের অধ:পতন : কারণ ও প্রতিকার জমিয়ত নেতার আগমনে দিরাইয়ে মোটর শোভাযাত্রা হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স: মাহমুদুর রহমান খন্দকার মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি : বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ শায়খ জয়নুল আবেদীন সুজানগরী রহঃ-এর জীবন ও কর্মী শীর্ষক আলোচনা সভা ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত
জমালগঞ্জে ইউএনও-এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জমালগঞ্জে ইউএনও-এর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মো. রাসেল মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইউএনও প্রিয়াংকা পালের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদ প্রাঙ্গণে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে জামালগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণ। ঘন্টাব্যাপী মানববন্ধনের পর প্রতিবাদ সভায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান। বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জামালগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, মো. রজব আলী, অসিম চন্দ্র তালুকদার, মো. দুলাল মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, সাংবাদিক ফোরামের সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, আওয়ামী লীগ নেতা মো. রিয়াজ উদ্দিন, কৃষকলীগের আহবায়ক আলী আমজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা ছাত্রলীগের নেতা আশরাফুল আলম সজিব প্রমূখ। বক্তারা জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন জামালগঞ্জ উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ উপলক্ষ্যে জামালগঞ্জে ৬টি ইউনিয়নের বিঞ্জপ্তি ও ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জামালগঞ্জের পেইজে নিয়মিত গণশুনানী বিষয়টি নোটিশ আকারে প্রচার করা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নে পৃথক পৃথকভাবে প্রান্তিক কৃষকদের নিয়ে আনুষ্টানিক ভাবে গণশুনানী অনিষ্টিত হয়েছে। গণশুনানী প্রেক্ষিতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষক প্রতিনিধি, মৎস্য প্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সকল সাংবাদিক, জনপ্রতিনিধি, সকল রাজনৈতিক নেতৃবৃন্ধ, পাউবো কমর্কর্তা ও সরকারি, বেসরকারি কর্মকর্তাগণের উপস্থিতিতে পিআইসি গঠনের লক্ষ্যে কৃষকদের নিয়ে পিআইসিদের কাছ থেকে উম্মুক্তভাবে দরখাস্ত আহবান করা হয়। দরখাস্ত পাওয়ার পর উপজেলা কমিটি দরখাস্তগুলো যাচাই বাচাই করে উপদেষ্টা কমিটি নিয়ে পুর্ণরায় আলোচনার পর কাবিটা কমিটি ও উপদেষ্টা গণের যৌথ উদ্যোগে পিআইসি কমিটি চুড়ান্ত করে নোটিশ বোর্ডে এবং উপজেলা নির্বাহী অফিসের পেইজে প্রচার করা হয়। সরকারি বিধি অনুযায়ী পিআইসিদের সাথে চুক্তিনামা করে কার্যাদেশ প্রদান করা হয়। বর্তমানে ৬৯টি টিআইসিতর গড়ে ৫০% কাজ সমাপ্ত হয়েছে এবং ২৮ ফেব্রুয়ারী মধ্যে শতভাগ কাজ সম্পন্ন করা হবে। গতকাল ২৮ জানুয়ারী মঙ্গবার দুপুরে সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে জামালগঞ্জ পিআইসির অনিয়ম দূর্নীতি ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ করার জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইহা একটি রাজনীতি পক্ষ। তাদের উদ্দেশ্য হাসিল না হওয়ার কারণে ৫০ লক্ষ টাকার অনিয়ম ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ করার দাবী জানান। আমরা এই সংবাদ সম্মেলনকে প্রতিবাদ ও নিন্দা জানাই। ৬৯টি পিআইসির মধ্যে কোন পিআইসি হতে একটি পয়সা পর্যন্ত লেনদেন করা হয় নাই। আমরা প্রকৃত কৃষক ও পিআইসি বটে। বাঁধের কাজে বাঁধা দেওয়া যাতে করে কৃষকদের ভোগান্তির সৃষ্টি হয়। আমরা সাধারণ কৃষক ও পিআইসিগণ যাতে করে সুন্দরভাবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ করতে পারি। এতে করে পানি উন্নয়ন বোড, কাবিটা বাস্তবায়ন কমিটি সহ সকলের সহযোগীতা একান্ত ভাবে কামনা করি। আমরা উল্লেখিত তারিখের সংবাদ সম্মেলনকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। মিথ্যা সংবাদ সম্মেলনকারীদের শাস্তির দাবী জানাই। পরে শতাধিক বিশিষ্ট ও গন্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষরে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি ইউএনও অফিসে দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com