সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে একটি র্যালি জেলার প্রধান প্রধান প্রদান সড়ক প্রদক্ষীণ শেষে জেলা প্রশাসকের হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।