সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন- বিভাগীয় কমিশনার মশিউর রহমান। বুধবার দিনব্যাপী ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলাধীন বিভিন্ন উপজেলাধী হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাবিটা নীতিমালা-২০১৭ (সংশোধিত) অনুযায়ী বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প কাজ সরজমিনে পরিদর্শন করেন সিলেটবিভাগীয় কমিশনার মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী ১ সাবিবুল ইসলাম , জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, প্রিয়াংকা পাল, ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু তালেব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদ সদস্য, সংশ্লিষ্ট পিআইসি সভাপতি ও সদস্যগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।