শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম : ইবতেদায়ী মাদরাসা শিক্ষদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি করে ইবতেদায়ী মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখ থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বিগত ২ বছর যাবত ইবতেদায়ী মাদরাসার শুন্য পদে নিয়োগকৃত শিক্ষকদের বেতন ছাড় দিচ্ছে না। এতে শিক্ষকরা মানবেতর জীবন অতিবাহিত করছেন। বক্তারা আরো বলেন, শিক্ষামন্ত্রী মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করার ঘোষণা দিলেও বাস্তবে মাদরাসা শিক্ষার প্রতি তার বৈরিভাব পরিলক্ষিত হচ্ছে। দ্রুত মাদরাসা শিক্ষায় বৈষম্য দূরীকরণসহ মাদরাসা শিক্ষকদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান। মানববন্ধনে সংগঠনটির সভাপতি এস. এম. জয়নুল আবেদীন জেহাদীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব মো: শামসুল আলম, যুগ্মসচিব আব্দুস সাত্তার ও আব্দুর রহমান প্রমুখ। এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে অপর এক মানববন্ধনে বিদেশি নাগরিকদের হত্যা করে দেশের রাজনীতি ও শান্তি বিঘœ করে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনত করার চক্রান্তকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে আমাদের সংঘ সামাজিক সাংস্কৃতিক সোসাইটি। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বাহারানে সুলতান বাহার, সাধারণ সম্পাদক মো: মোস্তফা ও সেইভ হিউম্যান পীস অর্গানাইজেরশনের সমন্বয়ক হানিফ প্রমুখ।