মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
করোনা ভাইরাসের আতঙ্কে সুনামগঞ্জের ব্যবসা-বাণিজ্যের অন্যতম শহর দিরাই এখন কার্র্যত লকডাউনের পথে। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত কোন ঘোষণা আসেনি। গতকাল মঙ্গলবার দিরাই বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বিকেল থেকে বাজারের অধিকাংশ দোকানপাঠ, হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হয়েছে। দিরাই উপজেলা প্রশাসন ও দিরাই পৌরসভা কর্র্তৃপক্ষ শহরে মাইকিং করে পরবর্র্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সব মার্কেট ও দোকানপাঠ বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
সরেজমিন বাজার ঘুরে দেখা যায়, দিরাই থানারোডস্থ সেন মার্কেট, জালাল সিটি সেন্টার, বাজারের ভেতরের সকল দোকান বন্ধ রয়েছে। শুধুুমাত্র ফার্মেসী ও আর মাত্র কয়েকটি মুুদি দোকান ছাড়া কোন দোকানই খোলা নয়। এ অবস্থায় সমস্যায় রয়েছে খেটে খাওয়া মানুষজন। তহুর আলী নামে একজন রিকসা চালক জানান, আজ মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত কোন রোজগার হয়নি, বাকি দিনে কত টাকা হবে তা আল্লাহই ভালো জানেন। টাকা আয় করতে না পারলে পরিবারের লোকজন উপোস থাকবে। রাস্তাঘাটে কোন লোকজন নেই।
দিরাই উপজেলা নির্র্বাহী কর্র্র্মকর্তা মোঃ শফি উল্লাহ জানান, এখন পর্যন্ত দিরাইকে ‘লকডাউন’ ঘোষণা করার পরিস্থিতি সৃষ্টি হয়নি। জনগণকে সতর্কাবস্থায় রাখতে পরবর্তী নির্র্দেশ না দেয়া আপাতত দোকানপাঠ সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হবে। তিনি আরও জানান, দিরাইয়ে এখন পর্র্যন্ত করোনায় আক্রান্ত কোন রোগী চিহ্নিত করা হয়নি।