রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : রসায়নে নোবেল পুরস্কার পেলেন টমাস লিন্ডাল, পল মড্রিচ এবং আজিজ শঙ্কর। ক্ষতিগ্রস্ত ডিএনএ’র তথ্য অক্ষত রেখে সংস্কার করার কাজে বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স থেকে জানানো হয়েছে।বিবৃতিতে অ্যাকাডেমি জানায়, ‘তাদের এই গবেষণা আমাদের জানতে সাহায্য করেছে কীভাবে জীবকোষ কাজ করে এবং এই আবিষ্কারের ফলে ক্যান্সারের চিকিৎসায় নতুন দিক উন্মোচিত হলো।’বিজ্ঞানী তিনজনের মধ্যে লিন্ডাল সুইডিশ, মড্রিচ আমেরিকান এবং আজিজ একজন তুর্কি নাগরিক। দীর্ঘদিন ধরেই তারা ডিএনএ নিয়ে গবেষণা করছিলেন। গবেষণার এক পর্যায়ে সম্মিলিতভাবে তারা ডিএনএ’র সংস্কার প্রশ্নে যুগান্তকারী পন্থা অবলম্বন করে, যে কারণে তাদের নোবেল প্রাপ্তি। গবেষক আজিজের মতে, যাদের ত্বকে ক্যান্সার আছে তারা জন্মগতভাবেই ত্বকের সমস্যা নিয়ে জন্মায়। পরবর্তী সময়ে সূর্যের আলোর সংস্পর্শে আসলেই সেই ত্বকের ত্রুটি ক্যান্সার আকাশে প্রকাশিত হয়। সূত্র : ওয়েবসাইট