বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬ মিথ্যা মামলা দিয়ে মানহানীর প্রতিবাদে দিরাইয়ে সংবাদ সম্মেলন সব জাহাজ আটক: বিশ্বজুড়ে নিন্দার ঝড় গাজা ফ্লোটিলায় হামলা ইসরাইলের জমিয়তে উলামায়ে ইসলাম ইউ.কে টাওয়ার হামলেট শাখার উদ্যোগে “ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আমাদের করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৬৯ নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: আহত অর্ধশত দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন সম্পন্ন দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন আগামিকাল: প্রতি পদেই লড়াই হবে হাড্ডাহাড্ডি হাউস অব কমন্সে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কের Inauguration and Achievement Awards Ceremony 2025 সফলভাবে সম্পন্ন
ঝুঁকিপূর্ণ বাংলাদেশ ও আক্রান্ত বিশ্বের প্রতি-শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন দা.বা. সুনামগঞ্জী-র অতীব গুরুত্বপূর্ণ পয়গাম!

ঝুঁকিপূর্ণ বাংলাদেশ ও আক্রান্ত বিশ্বের প্রতি-শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন দা.বা. সুনামগঞ্জী-র অতীব গুরুত্বপূর্ণ পয়গাম!

আমার সুরমা ডটকম:

বাংলাদেশ ও আক্রান্ত বিশ্বের প্রতি-শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম খাঁন দা.বা. সুনামগঞ্জীর অতীব গুরুত্বপূর্ণ পয়গাম!
আগুন দাবানলে রুপ নিলে যেভাবে কোনোকিছুকে ছাড় দেয়না; ইমাম সাহেবের ঘরকেও ভষ্ম করে দেয়। সেভাবে আল্লাহ তায়ালা’র অসন্তোষ্টি গোস্বায় রুপ নিলে, এর ফলশ্রুতিতে সৃষ্ট আযাব শুধু তাঁর দুশমনদের পর্যন্ত সীমাবদ্ধ থাকেনা; বিশ্বাসী বান্দাদেরকেও আক্রান্ত করে দেয়। তবে বিশ্বাসী বান্দাদের জন্য এর থেকে পরিত্রাণের কুরআন সুন্নাহ প্রদর্শিত কয়েকটি উপায় রয়েছে। যথা:-
এক.
অধিক পরিমাণে ইস্তেগফার করা। কেননা আল্লাহ তায়ালা বলেন:- ﻭﻣﺎ ﻛﺎﻥ ﺍﻟﻠﻪ ﻟﻴﻌﺬﺑﻬﻢ ﻭﺃﻧﺖ ﻓﻴﻬﻢ ﻭﻣﺎ ﻛﺎﻥ ﺍﻟﻠﻪ ﻣﻌﺬﺑﻬﻢ ﻭﻫﻢ ﻳﺴﺘﻐﻔﺮﻭﻥ
মহান আল্লাহ তাঁর পিয়ারা হাবীবের দুশমনদেরকে তাদের চুড়ান্ত সীমার শত্রুতার পরেও কেন শাস্তি দেননি। এর কারণ হিসেবে আল্লাহ বলেন:- হাবীব আমার! আপনার বিদ্যমানে আমি জমীনে আযাব দেই, এটা আমার নিকট পছন্দনীয় নয়। কারণ আমি আপনাকে সবার জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি; কারো শাস্তির জন্য নয়। আর রহমত ও আযাব একসাথ হতে পারে না। শোনুন! এবং সবাইকে জানিয়ে দিন, যখন আপনি থাকবেন না, তখনকার মুমিনেরা যদি আমার আযাব থেকে বাঁচতে চায়, তবে যেন তারা বেশি করে ইস্তেগফার করে। তাদের ইস্তেগফার করাবস্থায়ও আমি তাদেরকে শাস্তি দেবনা।
দুই.
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি করে দরূদ পড়া।
কারণ, নবীজী একে তো নিজেই রহমত, অন্যদিকে স্বয়ং আল্লাহ এবং তাঁর নিষ্পাপ ফেরেস্তাকুল তাঁর প্রতি দরূদ ও রহমত প্রেরণ করেন। ফলে তাঁর রহমতের বিশালতা শত সহস্র অকুল অতৈ সমূদ্রের বিশালতাকেও হার মানায়। নবীজীর রহমতের কোনো শেষ নেই। তদুপরি আল্লাহ মুমিনদেরকে উদ্যেশ্য করে নির্দেশ দেন ﻳﺎ ﺍﻳﻬﺎ ﺍﻟﺬﻳﻦ ﺍﻣﻨﻮﺍ ﺻﻠﻮﺍ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻤﻮﺍ ﺗﺴﻠﻴﻤﺎ তোমরা তাঁর উপর দরুদ ও সালাম পাঠ করো। নবীজী এর যথার্থতা এবং নতিজা বর্ননা করতে গিয়ে বলেন ﻣﻦ ﺻﻠﻰ ﻋﻠﻰ ﻭﺍﺣﺪﺓ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻋﺸﺮﺍ যে আমার উপর দরুদ পড়বে একবার, আল্লাহ তাঁর উপর রহমত নাজিল করবেন কমপক্ষে দশবার। আর একথা স্বীকৃত যে যেখানে আল্লাহর রহমত থাকে সেখানে তাঁর আযাবের বিন্দুমাত্রও সম্ভাবনা থাকেনা।
তিন.
আল্লাহর রাহে যথাসাধ্য সদক্বা করা। কেননা নবীজী বলেন ﺍﻟﺼﺪﻗﺔ ﺗﻄﻔﺊ ﻏﻀﺐ ﺍﻟﺮﺏ সদক্বা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে দেয়। যেমনি, রাগ না থাকলে উস্তাদ ছাত্রকে এবং স্বামী স্ত্রীকে শাস্তি দেয়না। তেমনি আল্লাহও দেন না।
আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তাওফিক দান করুন। আল্লাহুমা আমিন।
মুহতামিম ও শাইখুল হাদীস, দারুল উলুম দরগাহপুর মাদরাসা,সুনামগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com