রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : ব্রিটের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সেদেশে ইসলামী শিক্ষা বন্ধের আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, জঙ্গিবাদ রুখতে এবং দেশকে নিরাপদ করতে দেশে ইসলামী শিক্ষা বন্ধ করতে হবে। ব্রিটেনের কনজার্ভেটিভ পার্টির নিয়মিত এক বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী এমন ধারণা প্রকাশ করেন। বৈঠকে তিনি স্পষ্টভাবে মুসলিমদের প্রতি অভিযোগের আঙ্গুল তুলেন। ডেভিড ক্যামেরন বলেন, মাদরাসাগুলোতে বাচ্চাদের শারীরিকভাবে আঘাত করা হয়। বাইরের মানুষদের সঙ্গে তাদের মিশতে দেয়া হয়না। এখানে থাকতে থাকতে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। তাদের মধ্যে ঘৃণা জমে উঠে। তিনি বলেন, এসব থেকে সন্ত্রাস ছড়াচ্ছে তাই দ্রুত এ শিক্ষা বন্ধ করা উচিত। তবে তার এই মন্তব্য প্রকাশ পাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ। তারা বলেছেন, অভিযোগ থাকলে সমাধানের পথ বের করতে হবে কিন্তু বন্ধ করার আহ্বান অনুচিত। সূত্র-দৈনিক পাকিস্তান