শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
সুজায়াত আহমদ, স্টাফ রিপোর্টার:
২৯ জন শিক্ষক ৩ জন কর্মচারীর বেতন ভাতা বিকাশের মাধ্যমে পৌছিয়ে দিলেন নিজ বাড়িতে। ২১/০৪/২০২০ তারিখে সিলেটের ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া দারুল উলূম দেউলগ্রামের সকল উস্তাদবৃন্দের ‘রজব’ ও ‘শাবান’ মাসের বকেয়া বেতন বিকাশে একাউন্টের মাধ্যমে প্রত্যেক শিক্ষকের নিকট পাটিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
জামেয়ার এই সহযোগিতার জন্য মুহতামিম সাহেবসহ সংশ্লিষ্ট কমিটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব আজ নিতর। প্রিয় মাতৃভুমি বাংলাদেশে এর বিস্তার দিন দিন বাড়ছেই! সব দেশের ন্যায় আমাদের দেশেও লকডাউন চলছে, ঘরের বন্ধীত্বতায় নিস্তদ্ধ হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। এই লকডাউনে পকেটও ডাউন হতে চলেছে। সাধারণ মানুষের ন্যায় সমাজের সম্মানিত নিম্নবিত্ত আলেম সমাজও আজ পারিবারিক জীবন নিয়ে রয়েছেন বিপাকে। তাই প্রত্যেক মাদ্রাসায়ও এমন উদ্দ্যোগ নেওয়া উচিত। সামান্য কিছু পেলে হয়তো সাতারে একটু টাই মিলবে।