রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দিরাই-শ্যামারচর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে পড়ে ১১ যাত্রী জন আহত হয়েছেন। এদরে মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত সন্দিপন দাস, সুরঞ্জন দে ও মহা আলমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ৮ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দিরায় থানার পুলিশ সদস্যরা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, সন্ধ্যার পরে উপজেলার শ্যামারচর বাজার থেকে একটি যাত্রীবাহী লেগুনা দিরাই যাচ্ছিল। লেগুনাটি রাত ৮টার দিকে দিরাই-শ্যামারচর সড়কের নোয়াগাঁও এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে লেগুনার ১১ যাত্রী আহত হন।