শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
আমার সুরমা ডটকম:
দীর্ঘ দিন থেকে কিডনি রোগে আক্রান্ত হয়ে জৈন্তাপুর ফল বাগান নিবাসী,ক্বামরুল ইসলাম বাগেরখাল মাদরাসার মুহাদ্দিছ,ফলবাগান জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুর রহমান (বাগানী হুজুর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হুজুরের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন।যা যোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা।হুজুরের পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করার মত সামর্থ্য নেই।
এমতাবস্থায় দেশ বিদেশের বিত্তবান সকলের কাছে আকুল আবেদন কোর আনের একজন খাদেমের জীবন বাচাতে যার যার অবস্থান থেকে সাধ্যমত এগিয়ে আসুন।
সহযোগিতা পাঠানোর ঠিকানাঃ-
হুজুরের ছেলে ইয়াহইয়া 01735549650 (বিকাশ পার্সোনাল), এস ইউ সাদ্দাম 01739172317 (বিকাশ পার্সোনাল)।