বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
বিশ্বব্যাপি করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সাহায্য করতে মানবতার ডাকে সাড়া দিয়েছেন মানবতাবাদী একজন দবিরুল ইসলাম চৌধুরী। তিনি গত ২৬শে এপ্রিল মাত্র ১ হাজার পাউন্ডের টার্গেট নিয়ে (রামাযান ফ্যামিলি কমিটম্যান্ট) এর মাধ্যমে যে ফান্ডরেইজিং শুরু করেছিলেন। তার এ উদ্যোগে সাড়া দিয়েছেন সব শ্রেণিপেশার মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত চ্যানাল এস টিভির মাধ্যমে ফান্ডরাইজিং করে ‘১,০৪,৫০০ ব্রিটিশ পাউন্ড সংগ্রহ’ করতে সক্ষম হয়েছেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে।
দবিরুল ইসলাম চৌধুরী দিরাইয়ের কুলঞ্জ গ্রামের সম্ভ্রান্ত পরিবারের বেড়ে উঠা, বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের কৃতি সন্তান পৃথিবীর সমস্ত বাংলাদেশীদের জন্য বিশ্ব দরবারে আজ এক অনন্য ইতিহাস তৈরিতে সক্ষম হয়েছেন। বর্তমানে লন্ডনে অবস্থানরত দবিরুল ইসলাম চৌধুরী সেখানের একজন বড় মাপের কবি হিসেবেও পরিচিত।
দবিরুল চৌধুরী শুধু একটি নাম নয়, বিশ্বব্যাপী বাংলাদেশীদের মাথা উঁচু করে দাঁড়াবার মত এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত। যিনি ১০০ বছর বয়সে বাসার পাশের গার্ডেনে রোজা রেখে প্রতিদিন হেঁটে চলছেন। চ্যানাল এস টিভির মাধ্যমে ফান্ডরাইজিং করে এই পর্যন্ত ‘১,০৪,৫০০ ব্রিটিশ পাউন্ড সংগ্রহ’ করতে সক্ষম হয়েছেন। এই টাকা বিশ্বের ৫০টি দেশে মহামারী করুণায় আক্রান্তদের মধ্যে বিতরণ করা হবে। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে জাতি, ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বের বড়, বড় মিডিয়াগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে নিয়ে ফলাও করে নিউজ প্রচার করে যাচ্ছে। বর্তমান সময়ের পরিক্রমায় তার এই সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং নজিরবিহীন।