রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
আমার সুরমা ডটকম ডেক্স : জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বিশ্বের ৮২ শতাংশ দেশ মৃত্যুদণ্ডদেশ বাতিল করেছে। আন্তর্জাতিক আইন শুধু ‘সবচেয়ে মারাত্মক অপরাধের’ ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কথা বলে। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এ মন্তব্য করেন। ১০ অক্টোবর আন্তর্জাতিক মৃত্যুদণ্ড বিরোধী দিবস উপলক্ষে তিনি এ বিবৃতি দেন। বিবৃতিতে বান কি মুন বলেন, সাত দশক আগে মাত্র ১৪টি দেশ মৃত্যুদণ্ডাদেশ বিলুপ্ত করে। বর্তমানে বিশ্বের ৮২ শতাংশ দেশ আইন করে মৃত্যুদণ্ডাদেশ বাতিল করেছে কিংবা মৃত্যুদণ্ড না দেওয়ার চর্চা করছে। জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো বরাবরই বলে আসছে, মৃত্যুদণ্ড মাদকসংক্রান্ত অপরাধ কমাতে পারছে না। এ ছাড়া আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ডসহ অন্য মাদকবিরোধী সংস্থাগুলো এ সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশ বাতিলের তাগিদ দিয়েছে। তিনি আরো বলেন, মৃত্যুদণ্ড মাদকসংক্রান্ত অপরাধ কমায় না কিংবা এটি লোকজনকে মাদকের অপব্যবহার থেকে বিরতও রাখতে পারেনি। মাদক নিয়ন্ত্রণের বিষয়টি বিচার ব্যবস্থার সংস্কার, গণস্বাস্থ্য ব্যবস্থায় এর প্রতিরোধ ও চিকিৎসাপ্রাপ্তির সুবিধার মধ্যে নিহিত।