সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের রাজনগর (হালেয়া) গ্রামে এক পক্ষের অবৈধ বন্দুক দিয়ে অতর্কিত হামলা চালিয়ে ৭ জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহতের খবর পাওয়া গেছে।
আজ ১৬ মে শনিবার রাজনগর গ্রামের লাল মিয়ার নেতৃত্বে অবৈধ বন্দুক দিয়ে অতর্কিত হামলা করা হয়। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, গ্রামের সিহাব মিয়ার সাথে শহীদ মিয়ার ধান কাটার বেপারি নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে আজ শনিবার দুই উপজেলার সালিসি ব্যক্তিবর্গের উপস্তিতিতে বিচারকাজ সম্পন্ন হয়। বিচার সালিশির পর শহীদ মিয়ার লোকজন এলাকার লাল মিয়ার বাড়ির সম্মুখ দিয়ে যাওয়া কালে হটাৎ করে অবৈধ বন্দুক দিয়ে লাল মিয়ারসহ আল আমিন, কামাল, জামাল, সাদেক, আফিক, সিহাবের নেতৃত্বে অবৈধ বন্দুক দিয়ে গুলিবর্ষণ শুরু করলে ৭ জন গুলিবিদ্ধসহ ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধের মধ্যে আশংকাজনক অবস্থায় ছালিক মিয়া, শাহজাহান, হাসান মিয়া, কাপ্তান মিয়া, হাবিবুর, মুকাব্বির, মুক্তাদির, ইব্রাহিমসহ ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।উল্লেখ্য, এর আগেও এই গ্রামে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে, পুলিশ অবৈধ বন্দুক উদ্ধার না করায় আজ আবারও অবৈধ বন্দুক ব্যবহার করেছে লাল মিয়া বাহিনী।