শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
আমার সুরমা ডটকম ডেস্ক:
দিরাই পৌরসদরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত চালু করার দাবিতে এলাকার সর্বস্তরের জনগনের গণস্বাক্ষর নিয়েছে স্থানীয় রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠন স্বজন। “দাবি উঠুক সমস্বরে, ফায়ার স্টেশন চালু হোক দিরাইয়ে” এই স্লোগানে সংগঠনটির সদস্যগণ আজ দুপুর ১২টায় দিরাই থানা পয়েন্ট থেকে গণস্বাক্ষর নেয়া শুরু করে। ২০১৮ সালের ১লা ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে দক্ষিণ সুনামগঞ্জ স্টেশনটি কাজ শুরু করলেও দিরাই স্টেশনটির কাজ শুরু হয়নি।কিন্তু এর মধ্যে দিরাই উপজেলার বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত ভাবে বেশ কয়েকটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে যার ক্ষয়ক্ষতিও ব্যাপক ছিল। সর্বশেষ বিগত মঙ্গলবার দিরাই বাজারের মধ্যগলিতে এক গোডাউনের অগ্নিসংযোগ হয় এবং প্রায় দুইলক্ষাধিক টাকার ক্ষতি হয়। এরই প্রেক্ষিতে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করণের জোর দাবী উঠে এলাকায়। গণস্বাক্ষর ক্যম্পেইনে সংগঠটির উপদেষ্টা প্রভাষক মোস্তাহার মিয়া মুস্তাক, জয়ন্ত কুমার সরকার, মিজানুর রহমান পারভেজ উপস্থিত ছিলেন। এছাড়াও স্বজনের আহবায়ক মোঃ ইসলাম উদ্দিন, সদস্য সচিব,মহিবুর মুন্না, সদস্য মামুন অর রশীদ চোধুরী, রুহুল আমিন, টিটন, জায়েদ, মুজাক্কির, তুহিন, রুভেল, সুমন, হৃদয়সহ অন্যান্যরা উপস্তিত থেকে গণস্বাক্ষর নিয়েছে। এ ব্যাপারে স্বজনের আহবায়ক ইসলাম উদ্দিন বলেন, আমরা এই গণসাক্ষর শেষে আমরা স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট এলাকাবাসীর পক্ষে আবেদন পেশ করব।