সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার ভাঙা সড়কে গাড়ির ঝাকুনিতে সন্তান প্রসব হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সিলেট সড়কের বটেরতল নামক স্থানে।
স্থানীয়রা জানান, ৭ আগস্ট শুক্রবার সকালে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের চকরিয়া গ্রামের বিজয় দাসের গর্ভবর্তী স্ত্রী সন্তান প্রসব যন্ত্রনায় ছটফট করতে থাকেন। এ সময় সিএনজি যোগে ডেলিভারি রোগীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে বেলা ১১টার দিকে জগন্নাথপুর পৌরশহরের বটেরতল নামক স্থানে ভাঙা সড়কে গাড়ির ঝাকুনিতে সন্তান প্রসব হয়ে যায়। তখন পথচারীদের সহযোগিতায় সড়কেই কাপড় টানিয়ে ডেলিভারি কাজ সম্পন্ন হয়। পরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরবর্তী চিকিৎসা দেয়া হয় প্রসূতি মা ও নবজাতক সন্তানকে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী পথচারী জনতাদের মধ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের বেহাল দশার কারণে আজ রাস্তায় সন্তান প্রসব হয়েছে। আর কত কষ্ট পেতে হবে বুঝতে পারছি না। তবুও কি কর্তৃপক্ষের ঘুম ভাঙবে।