বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
আবুল হোসেন শরীফ, স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন গাজীনগর গ্রামের শামসুদ্দিনর চৌদ্দ বছরের ছেলে শোয়েব আহমদ গত ২৯/১২/২০১৯ ইংরেজি, সে তার বাড়ি থেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাতক থানাধীন কামারগাঁও হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে হারিয়ে যায়। প্রায় দীর্ঘ নয় মাস সে নিখোঁজ ছিল। ১৭/০৯/২০২০ ইংরেজি সিলেট দরগাগেট এলাকার গুলিস্তান রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। ছেলেটির মায়ের সাথে কথা বলে জানা যায়, সে মেধাবী শিক্ষার্থী ছিল। চারিত্রিকভাবে ভদ্র ও নম্র অধিকারী।
এ প্রতিবেদক ছেলেটির সাথে আলাপকালে বুঝা যায়, সে স্বাভাবিক মনে হচ্ছিল না। কথাবার্তায় আনমনা এবং মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছিল। তাকে অনেক কিছু জিজ্ঞেস করার পরও সে কিছুই স্মরণ করতে পারছিল না। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার দরগাহ মাদ্রাসার শিক্ষার্থী আবু হুরায়রা সম্পর্কে শুয়াইবের মামা গুলিস্তান রেস্টুরেন্টে গেলে শুয়াইবকে দেখতে পায় এবং তাকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
রেস্টুরেন্টের মালিকের সাথে আলাপ করে জানা যায়, চারদিন আগে সে নাকি উক্ত রেস্টুরেন্টে আসে এবং মালিক তাকে কাজের জন্য রেখে দেয়। সে আগে কোথায় ছিল কেউ বলতে পারে না।
আবেগাপ্লুত মায়ের ভাষ্যমতে, ছেলেটি নিখোঁজ হওয়ার পর অনেক জায়গায় খোজাখোজি এবং পত্রপত্রিকায় নিউজ দেওয়া হয়। এই দিনগুলি তাদের জন্য বিভীষিকাময় ভয়ঙ্কর জীবনের অভিজ্ঞতা। পরিবারের সবাই অসুস্থতায় ভুগছিলেন। আর্তনাদ আর দোয়া করা ছাড়া তাদের কাছে আর কোন সম্বল ছিলনা।
ছেলেকে পেয়ে আনন্দ ভরা কন্ঠে মা বললেন, কে বা কারা দায়ী আমরা জানি না। তবে সবার সতর্ক থাকা একান্ত বাঞ্ছনীয়। মহান আল্লাহর কাছে, শুকরিয়া আদায় এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শুয়াইবের আত্মীয়-স্বজন ও তার মা।